ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে সেপ্টেম্বরে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ২০ এপ্রিল ২০২০ | আপডেট: ১৪:২৮, ২০ এপ্রিল ২০২০

২০২২ সালের কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে বিলম্বিত হচ্ছে। স্থগিত থাকা বাছাই পর্ব শুরু হবে আগামী সেপ্টেম্বরে। ফুটবলের আঞ্চলিক নির্বাহী সংস্থাটি এমনটি জানিয়েছে।

করোনা ভাইরাসের কারণে মার্চ মাসের শেষের দিকে প্রথম দুই রাউন্ডের ম্যাচ শুরু করতে না পারার কারণে ফিফাকে প্রচারের কাজটি বিলম্ব করতে বলেছিলো কনমেবল।

কনমেবল জনিয়েছে, ‘ফিফার মাধ্যমে আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর এই ফরম্যাটটি প্রতিষ্ঠিত হয়েছে।’

রাউন্ড রবিন ফরম্যাটে ১০টি দলই একে অপরের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। ফলে একটি দল ১৮টি করে ম্যাচ খেলবে। অন্যান্য মহাদেশীয় ফেডারেশনগুলোর তুলনায় যা অনেক বেশি।

কনমেবল জানায়, প্রথম দুই রাউন্ডের সূচি পুনরায় করতে হবে। 

কনমেবলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, নতুন যে কোন সুচির জন্য ফিফার অনুমোদন নিতে হবে।

ইতোমধ্যে কোপা আমেরিকা আগামী বছর পর্যন্ত স্থগিত হয়েছে। ফলে অতিরিক্ত দুই রাউন্ড খেলার সুযোগ তৈরি হয়েছে।

আগামী বছরের ৩ ও ৮ জুন থেকে বিশ্বকাপ বাছাই পর্বের দু’টি রাউন্ড খেলা যাবে। আর কোপা শুরু হবে ১১ জুন থেকে।

এদিকে, কনমেবল বলছে- ক্লাব প্রতিযোগিতা, কোপা লিবার্তাদোরেস ও কোপা সুদামেরিকানার পুনরায় শুরুর তারিখ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি